EIIN: 120978       কোডঃ ১২৩৪৫৬

স্থাপিতঃ ১৯৬২

Previous
Next

সভাপতির বাণী

আমি  মোঃ শফিকুল ইসলাম , পিতাঃ  মৃত শমসের আলী , মাতাঃ মৃত খতেজা  বেগম , গ্রামঃ সোনাপুকুর ,ডাকঘরঃ বেলাইচন্ডী, উপজেলাঃ পার্বতীপুর, জেলাঃ দিনাজপুর। আমি অত্র বিদ্যালয়ের  একজন অভিভাবক সদস্য ও স্থানীয় বাসিন্দা। গত ২০২২ সালে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হইলে আমি সভাপতি পদে মনোনয়ন পত্র পূরণপূর্বক নির্ধারিত সময়ের দাখিল করি। মনোনয়ন পত্র বৈধ ঘোষনার মাধ্যমে স্থানীয় সমাজ সেবক ও হিতাকঙ্খী হিসাবে বোর্ডে অনুমোদনের জন্য দাখিল করিলে গত ০৮/০৩/২০২২ ই. তারিখে বোর্ড কর্তৃক উক্ত পদে আমাকে নিয়োগের অনুমতি প্রুদান করিলে প্রধান শিক্ষকসাহেব ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নিয়োগ দেন। বিদ্যালয়ের সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর অদ্যাবধী  যথাযথ ভাবে নিজ দায়িত্ব পালন করিয়া আসিতেছি। বিদ্যালয়ের সার্বিক উন্নতির স্বার্থে প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক/শিক্ষিকা,কর্মচারী বৃন্দ ও অভিভাবক বৃন্দের সহিত সমম্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করিয়া আসিতেছি। প্রধান শিক্ষকের সহিত সু-সম্পর্ক বজায় থাকায় বিদ্যালয়ের বার্ষিক আয়-ব্যয় যথাসময়ে সম্পন্ন করা হয়। বিদ্যালয়ের সুনাম বজায় রাখার  ক্ষেত্রে পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। মাঝে মাঝে ছাত্র/ছাত্রীদের উৎসাহ  যোগানের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে ইভটিজিং, মাদক দ্রব্য সেবন এবং বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয় প্রসাশনের সহিত সু-সম্পর্ক বজায় , বিদ্যালয়ের হিতাকাঙ্খী এমনসব ব্যক্তিবর্গের সহিত পরামর্শ গ্রহন এবং ম্যানেজিং কমিটির সদস্যগণের সহিত মতামতের ভিত্তিতে সুষ্ঠভাবে বিদ্যালয়টি পরিচালিত হইতেছে। অত্র বিদ্যালয়ে সভাপতি পদে থাকাকালীন ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নতি কল্পে আরোও সচেষ্ট থাকিব ইনশাআল্লাহ।

সভাপতি

মোঃ শফিকুল ইসলাম

প্রধান শিক্ষক

মোঃ লতিফুল কবির
বিএসসি বিএড

নোটিশ বোর্ড

ফর্ম ডাউনলোড

Copyright@2023 Sonapukur High School

Technical Support: WebDev Solutions