EIIN: 120978       কোডঃ ১২৩৪৫৬

স্থাপিতঃ ১৯৬২

Previous
Next

এক নজরে সোনাপুকুর উচ্চ বিদ্যালয়

দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর উপজেলাধীন ০১ নং বেলাইচন্ডী ইউনিয়নের ডাকঘরঃ বেলাইচন্ডী এর আওতাভূক্ত সোনাপুকুর গ্রামের ০২ ওয়ার্ডে সৈয়দপুর -দিনাজপুর মহাসড়ক সংলগ্ন রাবেয়া মোড় নামক স্থানে সোনাপুকুর উচ্চ বিদ্যালয়  নামে প্রতিষ্ঠানটি অবস্থিত।ইহা ০১/০১/১৯৬২ ইং সালে মরহুম এমাদ উদ্দীন প্রামানিক সাহেব জমি দাতা ও প্রতিষ্ঠাতা এবংস্থানীয় জনগণের আর্থিক সহযোগীতায় সোনাপুকুর জুনিয়র স্কুল নামে ০১/০১/১৯৬৫ সালে অনুমোদন পায়।পরবর্তীতে ১৯৭৩ সালে প্রতিষ্ঠানটি সোনাপুকুর উচ্চবিদ্যালয় নামে প্রতিষ্ঠা লাভকরে ।প্রতিষ্ঠাকালে বিদ্যালয়টিতে নিজস্ব অর্থায়নে ০৫ রুম বিশিষ্ট ২য় তলা পাকা ভবন তৈরী করা হয়। পরবর্তীতে ২য় তলা বিশিষ্ট ভবনের ছাদ নষ্ট হওয়ায় ছাদ ভেঙ্গে তিন রুম বিশিষ্ট ০১ নং ভবন এবং  হল রুম  বিশিষ্ট ০২ নং টিন সেড আধাঁপাকা ভবন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে  তৈরী করা হয়। দীর্ঘদিন টিনসেড ভবনে ক্লাশ চলিতে থাকিলে গত ১৯৯৪-৯৫ অর্থ বছরে এল জি ই ডি কর্তৃক ০৩ রুম বিশিষ্ট  ০১ তলা পাকা ভবন গড়ে উঠে , যাহা  এখনও ০১ তলায় রহিয়াছে। সোনাপুকুর জুনিয়র স্কুল প্রতিষ্ঠিত হওয়ার প্রাক্কালে  প্রায় ১৫০ জন ছাত্র/ছাত্রী অধ্যয়ন  করিতেছিল । বর্তমানে বিদ্যালয়টিতে ৩০০-৩৫০ জন ছাত্র/ছাত্রী  অধ্যায়ন করিতেছে। প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হইয়া আসিতেছে, নিয়মিত কমিটি গঠন, বোর্ড কর্তৃক অনুমোদন যথাসময়ে সম্পন্ন করা হয়। প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে ০৬ জন দক্ষ প্রধান শিক্ষক অবসর গ্রহন করিয়াছেন। বর্তমানে ০৭ নং প্রধান শিক্ষক জনাব মোঃ লতিফুল কবীর ও  সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল কুদ্দুস সাহেবের নেতৃত্বে বিদ্যালয়টি সুন্দর ও সুশৃংখল ভাবে  পরিচালিত হইয়া আসিতেছে। বর্তমানে প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক,০৫ জন সহকারী শিক্ষক ও ০৫ জন সহকারী শিক্ষিকা  এবং ০১ জন অফিস সহকারী ০২  জন ৪র্থ শ্রেণীর কর্মচারী সহ সর্বমোট= ১৫ জন শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী এমপিও ভূক্ত আছেন। উল্লেখ্য যে, গত ২০১৯ সালে অত্র প্রতিষ্ঠানে সরকার কর্তৃক বরাদ্দকৃত ৪র্থ তলা  ১১  রুম  বিশিষ্ট পাকা ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন ভবনের কাজ শেষ হইলে প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন হইবে। যাহা শুভ উদ্বোধনের মাধ্যমে নতুন ভবনে ক্লাশ শুরু হইবে ইনশাআল্লাহ ।

সভাপতি

মোঃ শফিকুল ইসলাম

প্রধান শিক্ষক

মোঃ লতিফুল কবির
বিএসসি বিএড

নোটিশ বোর্ড

ফর্ম ডাউনলোড

Copyright@2023 Sonapukur High School

Technical Support: WebDev Solutions